ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে কলেজ ছাত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ঝালকাঠিতে কলেজ ছাত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে এক কলেজছাত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল।

দণ্ডপ্রাপ্ত মেহেদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

আদলত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ও নলছিটির তিমিরকাঠী গ্রামের শারমিন আক্তার যুথিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।  

এ ঘটনার আগে দণ্ডপ্রাপ্ত মেহেদী শারমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো।

শারমিন নিহত হওয়ার পরেরদিন তার বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।

এরপর ওই বছরের ৩০ এপ্রিল পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয়।

আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।