ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ঝালকাঠিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-ছবি-বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে নবগ্রাম ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ৯ কিলোমিটার সড়কে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাহার আলী মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী আরিফ উদ দৌলা, টিটিসি উপ-পরিচালক সাদেকা সুলতানা প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান জানান, সদর উপজেলার টিটিসি কেন্দ্র থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তার দু’পাশে আগাছাগুলো অনেক বড় হয়ে গেছে। রাতে পথচারীরা চলাচল করতে আতঙ্কগ্রস্ত থাকে। এজন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকল্পের আওতায় নারী পরিচ্ছন্নতা কর্মীদের কাজে লাগানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।