ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
নেত্রকোনায় ২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় ২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে সদরের সিংহের বাংলা ইউনিয়নে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিনের ভ্রাম্যমাণ আদালত এ জাল পুড়িয়ে ধ্বংস করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন বাংলানিউজকে বলেন, বিকেলে জেলেরা ওই ইউনিয়নের ঘাগড়া বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। পরে জেলেদের ফেলে যাওয়া ২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।