ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে হবিগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ জরিমানা করেন।

মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মাধবপুরের হাইওয়ে ইন রেস্টুরেন্টের মালিককে ৬ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলার লিপি হার্ডওয়্যারের মালিককে ২ হাজার টাকা ও হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টুরেন্টের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad