[x]
[x]
ঢাকা, বুধবার, ২৯ অগ্রহায়ণ ১৪২৪, ১৩ ডিসেম্বর ২০১৭

bangla news

নেত্রকোনায় ৭ মোটর যান চালকের বিরুদ্ধে মামলা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৬:৫৬:৫৩ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনা: ট্রাফিক আইন অমান্য করে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে নেত্রকোনায় সাত মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন। 

ওই সাত চালক হলেন-আব্দুল আজিজ, মিলন ফকির, মো. সাইফুল ইসলাম, মো. মিলন মিয়া, আব্দুল হালিম, মো. সোহাগ মিয়া ও ফরিদ ফকির। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বাংলানিউকে জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সাত চালককে মোট চার হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মোটর যান আইনে মামলাও দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa