[x]
[x]
ঢাকা, শনিবার, ১ পৌষ ১৪২৪, ১৬ ডিসেম্বর ২০১৭

bangla news

নড়াইলকে বাল্য বিয়ে মুক্ত করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৬:৫৩:৪১ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: অল্প দিনের মধ্যেই নড়াইল জেলাকে বাল্য বিয়ে মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর ও শিশু একাডেমির আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। যে কোনো ভাবেই হোক আমাদের সমাজ থেকে এ ব্যাধি দূর করতে হবে। আর নড়াইল জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa