[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৯ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

খুলনায় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৬:৪৩:৩২ পিএম
শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন-ছবি-বাংলানিউজ

শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনায় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে মহানগরীর শহীদ হাদীস পার্কে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খুলনা মহানগর শ্রমিকলীগ।

মহানগর শ্রমিকলীগের সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৩ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা-২ আসনের এমপি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। 

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রয়াত সব নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa