ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত দৃষ্টি পদযাত্রার র‌্যালি

মৌলভীবাজার: মৌলভীবাজারে ‘বিশ্ব দৃষ্টি দিবস-২০১৭’ উদযাপন করা হয়েছে। 

বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে দৃষ্টি পদযাত্রার একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম র‌্যালিটির উদ্বোধন করেন।  
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ
শেষে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়।  

এসময় বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চুন্নু, মৌলভীবজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসেদা খানমসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ অক্টোবর ১২, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।