[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৫ শ্রাবণ ১৪২৫, ২০ জুলাই ২০১৮

bangla news

উল্লাপাড়ায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৬:০৪:২৪ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২৪ পিস ইয়াবাসহ শাহানুর খাতুন (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ীমোহনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহানুর ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) নুর-এ আলম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত গ্রামগুলোতে মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলেন শাহানুর। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   ইয়াবা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa