ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান তারিকুন আহমেদ লাবুণ।  

এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সবস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, বাল্যবিবাহ মানুষের জীবনে একটি অভিশাপ। এই অভিশাপ থেকে রক্ষা পেতে জনসচেতনতা বাড়াতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রচার করতে হবে। দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৭
আরআর

    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।