ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে শ্রমিক লীগের র‌্যালি ও সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
সিলেটে শ্রমিক লীগের র‌্যালি ও সমাবেশ সিলেটে শ্রমিক লীগের র‌্যালি ও সমাবেশ- ছবি: বাংলানিউজ

সিলেট: জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নগরীর সাবরেজিস্ট্রি মাঠ থেকে বের হওয়া র‌্যালি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য।

দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার এদেশের মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ও বিএনপি-জামায়াতের জ্বালাও পুড়াও আন্দোলনের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শ্রমিক লীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার।

এ সময় অন্যান্যের আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান খোকন, যুবলীগ নেতা শাহেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সহ-সভাপতি রুহেল তরফদার, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সহ-সভাপতি ইমরান চৌধুরী, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইমরান খান রায়হান, শ্রমিকনেতা মাসুক মিয়া, জামাল উদ্দিন চৌধুরী, আব্দুল মতিন, মোশাররফ হোসেন জাকির, তাজ উদ্দিন আলম, ফারুক ইবনে আম্বিয়া আলমগীর, এনামুল হক লিলু, আফিকুর রহমান আফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।