ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজৈরে বাসচাপায় পুলিশের এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
রাজৈরে বাসচাপায় পুলিশের এসআই নিহত

মাদারীপুর: বাসচাপায় মাদারীপুরের রাজৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হাসান নিহত হয়েছেন। এসময় আহত হন কনস্টেবল ইউসুফ আলী।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, রাজৈর থানা থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য এসআই মনির ও কনস্টেবল ইউসুফ আলী মোটরসাইকেলে করে টেকেরহাট যাচ্ছিলেন।

এসময় উপজেলার আলমদস্তা নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এসআই মনির মারা যান।

নিহত মনিরের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নিখুরদী গ্রামে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।