ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুতিনের আত্মজীবনী প্রকাশের দায়িত্বে সংবাদ সংস্থা এনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
পুতিনের আত্মজীবনী প্রকাশের দায়িত্বে সংবাদ সংস্থা এনা পুতিনের আত্মজীবনী প্রকাশের দায়িত্বে সংবাদ সংস্থা এনা

ঢাকা: ‘ভি ভি পুতিন- টপ লিডার অফ দ্য প্ল্যানেট’ গ্রন্থ প্রকাশনা দায়িত্ব পেলেন সংবাদ সংস্থা এনা ও ইউরোপিয়ান হোল্ডিং কোম্পানি এভ্যাকুম অ্যালায়েন্স লিমিটেড। 

সম্প্রতি বাংলাদেশ প্রথম বেসরকারি সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা) প্রধান সম্পাদক ওমর ইয়াসির মল্লিক ও যুক্তরাজ্যের হোল্ডিং কোম্পানি এভ্যাকুম অ্যালায়েন্স লিমিটেডের নির্বাহী পরিচালকের সঙ্গে ঢাকায় একটি অভন্তরীণ চুক্তি  ও লেটার অব রাইটস প্রকাশনার দায়িত্ব দেওয়া হয়েছে।

জর্জিয়া এবং রাশিয়ান ভাষায় গ্রন্থটি প্রকাশের জন্য জাতিসংঘে স্থায়ী সদস্য (তথ্য একাডেমি) অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ড. অশোক গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাশিয়ান প্রেসিডেন্ট ভি ভি পুতিনের আত্মজীবনী এবং রাজনৈতিক নেতৃত্বর বিষয়গুলি গ্রন্থে স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।