ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক তারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ শুক্রবার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
সাংবাদিক তারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ শুক্রবার 

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলার সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক ফওজুল করিম তারার তৃতীয় মৃত্যুবার্ষিকী রোববার (১৫ অক্টোবর)। এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের ধানমন্ডির ৫ নম্বর রোডের ২১ নম্বর বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে দোয়া মাহফিলে সকল আত্মীয়-স্বজন মরহুম তারার সহকর্মী, সাংবাদিক, লেখক ও গুণগ্রাহীদের মিলাদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তার সহধর্মিনী নীলুফার করিম।

 

পঞ্চাশের দশকে যে কয়েকজন বরেণ্য সাংবাদিক বাংলাদেশ ও তৎকালীন পূর্ববাংলার সাংবাদিকতাকে স্বাধীন ও স্বতন্ত্র ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে ছিলেন, তাদের মধ্যে ফওজুল করিম তারা ছিলেন তাদের অন্যতম। পঞ্চাশের দশকে তিনি দৈনিক সংবাদের বার্তা বিভাগে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময় তৎকালীন দৈনিক পাকিস্তান এবং স্বাধীনতা-উত্তরকালে দৈনিক বাংলায় তিনি বার্তা ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।  

সুদীর্ঘ কর্মজীবেন তিনি সুনামের সঙ্গে শুধু দায়িত্বই পালন করেননি, অনেক সাংবাদিককে হাতে কলমে কাজ শিখিয়েছেন।   

২০১৪ সালের ২৫ অক্টোবর ৮৪ বছর বয়সে ফওজুল করিম তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বিএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।