ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুরে গাঁজাসহ চালক ও হেলপার আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
শেরপুরে গাঁজাসহ চালক ও হেলপার আটক

বগুড়া: বগুড়ার শেরপুরে মালবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ১৫০ কেজি গাঁজাসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের কামাল হোসেনের ছেলে চালক সোহাগ হোসেন (২৯) ও হেলপার একই এলাকার মৃত ওয়াহেদুর রহমানের ছেলে হারুন (২৫)।

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড় এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জেলার অতিরিক্তি পুলিশ সুপার সনাতন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা থেকে মালবোঝাই একটি ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসছিলো। পথে চালক ভুল করে ট্রাকটি নিয়ে বগুড়ার দিকে রওয়ানা হলে ট্রাকটি ওই এলাকায় থামিয়ে পুলিশ তল্লাশি করে ১৫০ কেজি গাঁজা পাওয়ায় তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।