ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শুক্রবার তিন টাকায় ডিম বিক্রি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
শুক্রবার তিন টাকায় ডিম বিক্রি ডিম দিবসে বিশেষ আয়োজন

ঢাকা: বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্রতিটি ডিম তিন টাকা করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর।

শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হবে ডিম দিবস। এ উপলক্ষে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশেষ ছাড়ে ডিম বিক্রি করবে বিপিআইসিসি ও প্রাণিসম্পদ অধিদফতর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ডিম মাত্র তিন টাকায় বিক্রি হবে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সুযোগ থাকছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রয় চলবে। একজন সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন।

বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান বলেন, সারাদেশে ডিম দিবসকে বর্ণাঢ্যভাবে পালন করতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকায় দিবসটি ঘিরে বিশেষ শোভাযাত্রাসহ আলোচনা থাকছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।