ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন সন্তানসহ খাদিজার আত্মসমর্পণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
তিন সন্তানসহ খাদিজার আত্মসমর্পণ জঙ্গি মারজানের বোনকে আত্মসমর্পণের আহবান জানাচ্ছে পুলিশ। ছবি: বাংলানিউজ

যশোর: হলি আর্টিজান হামলার অন্যতম অভিযুক্ত জঙ্গি মারজানের বোন খাদিজা তিন সন্তানসহ আত্মসমর্পণ করেছেন। তার বেঁধে দেওয়া শর্ত ‍অনুযায়ী পাবনা থেকে মা-বাবাকে ঘটনাস্থলে আনার পর বিকেল তিনটার দিকে ২ মেয়ে ও ছেলেসহ তিনি আত্মসমর্পণ করেন।

এর আগে সোমবার (৯ অক্টোবর) ভোর থেকেই যশোরের নোয়াপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পর্যায়ক্রমে সেখানে উপস্থিত হয় ঢাকা থেকে আসা সোয়াত, বোমা ডিসপোজাল ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট(সিটিইউ), র্যাব সদস্যরা।

হ্যান্ড মাইকে বারবার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষে বলা হয়, খাদিজা দরজা খোলো, সন্তানদের নিয়ে বাইরে আসো।

এ আহবানের জবাবে মা-বাবার উপস্থিতিতে আত্মসমর্পণ করবেন বলে শর্ত দেন খাদিজা। অভিযান এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী তার শর্ত মেনে নেয়।

আত্মসমর্পণের আগে দুপুর ১টার দিকে তিন শিশু সন্তানকে জামা কাপড় পরিয়ে বারান্দায় আসতে দেখা যায় খাদিজাকে। চার তলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্লাটে তিনি থাকতেন। অন্য ফ্লাটগুলোর বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়ে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ইউজি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ