ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় ট্রাক চাপায় চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
পুঠিয়ায় ট্রাক চাপায় চালক নিহত

রাজশাহী: পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়ায় ট্রাক চাপায় আক্তার হোসেন (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার রামচন্দ্রপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে।

তিনি ওই ট্রাকের চালক ছিলেন।  

রাজশাহীর বানেশ্বর হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির ইনর্চাজ হাবিবুর রহমান জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়ায় নষ্ট হওয়া একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। চালক ট্রাকের নিচে বসে যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপ ট্রাকটিকে ধাক্কা দিলে নিজের ট্রাকের চাকায় চাপা পড়ে চালক আক্তার হোসন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন আহত হন।  

আহতদের পুঠিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে পুঠিয়া থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান শিবপুর ফাঁড়ির এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।