ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী। 

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে রাজশাহী রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, সকালে হাসিনা রেললাইনের ওপরে উঠে বসেছিলেন।

এ সময় ঈরশ্বদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে।  

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আকবর আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

তবে রামেক হাসপাতালে যাওয়ার পর মৃত ঘোষণা করায় এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়:  ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।