ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্লুইস গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ আলী (২৬) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বাসের যাত্রীরা।

রোববার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ মহানগরীর উপ-ভদ্রা এলাকার হাসান আলীর ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে উপজেলার স্লুইস গেট এলাকায় পৌঁছালে সেখানে একটি ব্রিজের ওপর উঠার সময় চালকের ভুলের কারণে গার্ডারের সঙ্গে ধাক্কা লাগে।  এ সময় বাসের গেটে থাকা হেলপার ফরহাদ ছিটকে বাহিরে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঘোষণা করেন।  

এ র্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা বলেন ওসি হিপজুর আলম মুন্সি।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ফরহাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।