ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গোৎসবের সূচনা করলেন ভারতের সহকারী হাই কমিশনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
দুর্গোৎসবের সূচনা করলেন ভারতের সহকারী হাই কমিশনার

নাটোর: নাটোরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা করেছেন রাজশাহী অফিসে দায়িত্বরত ভারতীয় সহকারী হাই কমিশনার (চলতি দায়িত্ব) এ কে মিত্র।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের কান্দিভিটাস্থ অন্নপূর্ণা সংঘে গিয়ে এই প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনি।

এসময় নাটোর জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম ফিতা কেটে শারদীয় দুর্গোৎসবের পূজার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তর বঙ্গবার্তার সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহাসহ আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকরা।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad