ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনানীতে চার রেস্টুরেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বনানীতে চার রেস্টুরেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা

ঢাকা: মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রি ও অনিয়মের দায়ে রাজধানীর বনানীতে কেএফসিসহ চারটি রেস্টুরেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিষ্ঠানগুলো মেয়াদহীন খাদ্য বিক্রি করছিল। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ প্রতিষ্ঠানগুলোতে নানা অনিয়ম পাওয়া গেছে এই কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।  

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।