ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলামোটরে নিহত এক, বাসে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বাংলামোটরে নিহত এক, বাসে আগুন

ঢাকা: রাজধানীর বাংলামোটরে বাস চাপায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৭ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসটির আগুন নেভায়।

বাংলানিউজকে বিষয়টি জানান ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক। তিনি এও জানান, নিহত ব্যক্তি রিকশাচালক। তবে তার নাম জানা যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বাংলানিউজকে বলেন, ঘাতক ৮নং বাসটি ফার্মগেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রিকশা ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে একজন মারা যান। সেসময় বাসটিতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত মানুষজন।

এতে বাসে থাকা একজন ব্যক্তি, নাম আলি হোসেন, তিনি আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসজেএ/এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।