ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনী মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
গাংনী মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গাংনী মাছ বাজারকে ফরমালিনমুক্ত মাছের বাজার হিসেবে ঘোষণা করেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসান।

এসময় অনেকের মধ্যে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান ও গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপাজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম।

পরে তারা বাজারের বিভিন্ন মাছ ব্যবসায়ীর মাছ পরীক্ষা করে দেখেন।

উল্লেখ্য, গাংনী উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে এ মাছের বাজারটিতে ফরমালিনমুক্ত মাছ বিক্রি করে আসছেন ব্যবসায়ীরা।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।