ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়নে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় সরকার বিনামূল্যে বই বিতরণসহ দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। দেশে এখন নিরক্ষর নেই বললেই চলে।

এসময় শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে সভায় পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. রণজিৎ বর্মণসহ শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।