ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি পার্বত্য ভিক্ষু সংঘের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি পার্বত্য ভিক্ষু সংঘের

রাঙ্গামাটি: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান অমানবিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও ক্ষতিপূরণসহ নিজ দেশে ফিরিয়ে নেয়ার এবং এ মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) দুপুরে রাঙামাটি শহরে মৈত্রী বিহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শীলপাল থেরো।

এসময় পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি ভদন্ত বুদ্ধ দত্ত মহাথের, রাঙামাটি পৌর শাখার সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরসহ অন্য ভিক্ষুরা উপস্থিত ছিলেন।  

এর আগে সকালে রোহিঙ্গা শরণার্থীদের সাহাযার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার জন্য রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরীর হাতে পঞ্চাশ হাজার টাকার চেক দেন তারা।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।