ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্টো পথে গাড়ি, অব্যাহতির পর শোকজ সচিবের গাড়িচালককে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
উল্টো পথে গাড়ি, অব্যাহতির পর শোকজ সচিবের গাড়িচালককে ছবি: প্রতীকী

ঢাকা: উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের গাড়ি চালক বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিলো আগেই। কিন্তু আবারো একই অপরাধ করায় তাকে এবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে শোকজ করা হয়েছে। আর আগের দিন তাকে চালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।



উল্টোপথে গাড়ি ধরার অভিযানের মধ্যে গত রোববার রাজধানীর হেয়ার রোডে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন বাবুল মোল্লা। সেদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর সোমবারও একই ভুল করেন বাবুল। সচিবের গাড়িটি বাংলামোটরে উল্টোপথে এলে আটকে দেয় পুলিশ।

ওই সময় সচিবকে জরিমানা করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালক বাবুলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পরে গাড়িটি ঘুরিয়ে সোজা পথে আসার নির্দেশ দেওয়া হয়।

সমবায় অধিদফতরের গাড়িচালক বাবুল মোল্লা মন্ত্রণালয়ে সংযুক্ত হয়ে গত এক বছর ধরে সচিবের গাড়ি চালাচ্ছিলেন।

জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, গাড়িচালক বাবুল মোল্লা মঙ্গলবার আর সচিবের গাড়ি চালাননি এবং মন্ত্রণালয়ে আসেননি।
 
 বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।