ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলপুরে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
ফুলপুরে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুলপুরে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমুয়াকান্দা বাজারে মো. ছফির উদ্দিনের মসলা মিলকে ২০ হাজার, মো. শহিদের মসলা মিলকে ২৫ হাজার, মিরাজ আলী ও জহির উদ্দিনের চালের দোকানকে ১ হাজার করে ২ হাজার টাকা , রিয়াজ অয়েল মিলকে ১৫ হাজার, ঢাকা সুইট'সকে ১০ হাজার ও আল সাওদিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।