ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৈত্রী বন্ধনের প্রধান সেতু ভয়েস অব আমেরিকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
মৈত্রী বন্ধনের প্রধান সেতু ভয়েস অব আমেরিকা মৈত্রী বন্ধনের প্রধান সেতু ভয়েস অব আমেরিকা

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মৈত্রী বন্ধনের প্রধান সেতু ভয়েস অব আমেরিকা। বেতার যন্ত্রের আবিষ্কার হওয়ার পর ভয়েস অব আমেরিকা বাংলা ভাষাভাষী শ্রোতার জন্য মনের কাছাকাছি নিতে সম্ভব হয়েছে। কারণ তারা বস্তুনিষ্ট নিউজ দিয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডির ইএমকে সেন্টারে ভয়েস অব আমেরিকার ৭৫ বছর উদযাপন উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ভয়েস অব আমেরিকা জনগণের পক্ষ হয়ে তথ্য দিয়ে সাধারণের সেবা করছে।

দুই দেশের সোপান মজবুত করতে কাজ করছে।

ভয়েস অব আমেরিকার প্রচার শুরু করে ১৯৪২ সালে ২০ ফেব্রুয়ারি থেকে। আর বাংলা বিভাগের বেতার সম্প্রচার শুরু করে ১৯৫৮ সালের ১ জানুয়ারি থেকে।

এসময় উপস্থিত ছিলেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, ইএমকে সেন্টারের পরিচালক নিকোলাস প্যাপ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad