ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
কলাপাড়ায় তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু কলাপাড়ায় তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

পটুয়াখালী: ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই’ স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।  

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহাবুবুর রহমান তালুকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএম রাকিবুল আহসান প্রমুখ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।  

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহ নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, কলাপাড়া উপজেলার ছাত্রলীগ সভাপতি মাহামুদুর রহমান সুজন মোল্লা, প্রভাষক ইউসুফ আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad