ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রাজিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বাংলানিউজকে জানান, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে মতিউরের সঙ্গে রাজিয়ার কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাজিয়াকে বেধরক মারধর করেন মতিউর। একপর্যায় রাজিয়াকে শাবল দিয়ে বুকে আঘাত করেন মতিউর। এতে ঘটনাস্থলেই রাজিয়ার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় রাজিয়ার ভাই ছোয়াব মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পরে মতিউরকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad