ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ: মিয়ানমারে রোহিঙ্গাদের নিধন, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জের আইনজীবীরা। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে শহিদ রফিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  


এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান ভুইয়া ফরিদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বাদশা, জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: বজলুর রহমান (বজলু), অ্যাডভোকেট মনোয়ার হোসেন সহ শতাধিক আইনজীবী মানববন্ধনে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তরা মিয়ানমারে মুসলিমদের উপর নৃশংসভাবে গণহত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad