ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বানিয়াচংয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও হবিগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. আল আমিন এ অভিযান পরিচালনা করেন।
 
তিনি বাংলানিউজকে জানান, উপজেলা সদরের বড় বাজারের কুটুম বাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাবার বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য এবং মনগড়া দামে বিদেশি পণ্য বিক্রি করায় একই বাজারের সামিয়া কসমেটিক্স নামে একটি প্রসাধনীর দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বানিয়াচং থানা পুলিশ সঙ্গে ছিল।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।