ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় ৬ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
নলডাঙ্গায় ৬ জুয়াড়ির কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: জুয়া খেলার অপরাধে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৬ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা খান এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বাঁশিলা গ্রামের আহাদ হোসেন (২৬), মো. আলি হোসেন (৩৩), আকতার হোসেন (৪৫), আব্দুল (৩০), আমির হোসেন (৫০) ও সজিউল ইসলাম (২৫)।


 
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়ে খেলায় মত্ত থাকতেন। এ ব্যাপারে স্থানীয় লোকজন অভিযোগ করলে রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
 
পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা খান তাদেরকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।