ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্টেডিয়ামের দাবিতে কাঁঠালিয়ায় মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
স্টেডিয়ামের দাবিতে কাঁঠালিয়ায় মানববন্ধন স্টেডিয়ামের দাবিতে কাঁঠালিয়ায় মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে।

কাঁঠালিয়ার সর্বোস্তরের জনগণের ব্যানারে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন অপু সিকদার, ক্রীড়া সংস্থার সদস্য মো. আব্দুস সালাম, গৌতম মণ্ডল, মো. কামাল সিকদার ও শিক্ষার্থী আবু তালহা প্রমুখ।

মানববন্ধনের বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বলেন, বর্তমান সরকারের পরিকল্পনায় বিদ্যামান খেলার মাঠকে স্টেডিয়ামে রুপান্তর করতে হবে।

উপজেলা পরিষদ মাঠকে খেলার মাঠে রুপান্তরের লক্ষে ইতোমধ্যেই ৪২ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়াসহ টেন্ডার ও কার্যাদেশ সম্পন্ন হয়েছে। কিন্তু বিশেষ মহলের কারণে কাজটি হচ্ছে না।

তরুণদের ভবিষ্যেতের কথা চিন্তা করে যাতে এর কাজ অতিদ্রত শুরু হয় সেই দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।