ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে ২ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
আদিতমারীতে ২ জুয়াড়ির কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মশিউর রহমান (৫৫) ও সহিদার রহমান (৫৪) নামে দুই জুয়াড়িকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মশিউর উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে ও সহিদার মৃত বদর উদ্দিনের ছেলে।

আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী  বাংলানিউজকে জানান, দুপুরে ওই গ্রামে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।