ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে শিশু হত্যার দায়ে ২ আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
নাটোরে শিশু হত্যার দায়ে ২ আসামির যাবজ্জীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়ায় শিশু হত্যার দায়ে রফিকুল ইসলাম (৩৯) ও আবু সাঈদ (৩৪) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান রিপন এ রায় দেন।  

সাজার আদেশপ্রাপ্ত রফিকুল উপজেলার গাড়াবাড়ি গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও আবু সাঈদ মৃত মজু প্রামাণিকের ছেলে।

এ মামলায় অপর আসামি সাঈদের স্ত্রী আয়েশা খাতুনকে খালাস দেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর গাড়াবাড়ি গ্রামের নুরাজিত প্রামাণিকের মেয়ে মিম আকতার একই গ্রামে তার চাচাতো ভাইয়ের বিয়েতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও মিমকে না পেয়ে প্রতিবেশী সাঈদের বাড়িতে গিয়ে মিমের পায়ের নুপুর দেখতে পান স্বজনরা। পরে ২৬ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় একটি ডোবায় মিমের মরদেহ পাওয়া যায়।  

এ ঘটনায় রফিকুল, আবু সাঈদ ও সাঈদের স্ত্রী আয়েশা খাতুনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেন মিমের বাবা। পরে শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।