ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে সিলেট মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে সিলেট মানববন্ধন রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে সিলেট মানববন্ধন

সিলেট: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সিলেটের সৎ সংঘ’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট সৎ সংঘ ধর্মযাজক শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য’র সভাপতিত্বে ভূমেন্দ্র তালুকদারের পরিচালনায়, মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-  ডা. জ্যোতি ভূষণ চৌধুরী, সুভাস কান্তি দাস, অমরচাঁদ দাস জদু, পিযুষ দাস নলিনী কান্ত দাস, বিজয় পাল, গোলাপ তালুকুদার, অরুণ কান্তি তালুকদার, গুরুপদক জ্যেহিত, পিযুষ তালুকদার ও সাংবাদিক খালেদ মিয়া প্রমুখ।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, নির্বিচারে মানুষ হত্যায় মানব সভ্যতা চরমভাবে ভূলুণ্ঠিত হয়েছে। ভয়াবহ নৃশংসতা ও বর্ববরতা কেউ মেনে নেওয়ার নয়। তাই অবিলম্বে রোহিঙ্গা জনগোষ্ঠী ওপর চালানো গণহত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।  

এ হত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।