ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বরিশালে নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের মানববন্ধন বরিশালে নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের মানববন্ধন

বরিশাল: গত ২৩ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক মানববন্ধনে সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গনি ও বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মো. রুস্তুম আলী হাওলাদারকে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরের সদর রোডে বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি আয়োজনে এ কর্মসূচির পালন করা হয়।

বরিশাল বিভাগীয় সভাপতি আ. জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ. রহিম, মো. জলিল মিয়া, আ. মন্নান কিরন, বরিশাল জেলা সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, রুস্তুম আলী হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে তারা হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।