ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাধবপুরে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
মাধবপুরে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: সড়ক দুর্ঘটনা রোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাধবপুর বাজারে হাইওয়ে পুলিশের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।

এতে বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজু আহমেদ, টাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি অজিত পাল ও বাস মালিক সমিতির সভাপতি নিয়ামত খাঁ প্রমুখ।

কর্মশালায় পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলাসহ সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

এসময় মাধবপুর বাজারে একটি বাসস্ট্যান্ড স্থাপনের দাবি জানান শ্রমিকরা।

বাংলাদেশ: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।