ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন  

রংপুর: মিয়ারমারে রোহিঙ্গাদের ওপর চলমান অমানবিক ও পাশবিক কায়দায় গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নাগরিক অধিকার দল ও তৃণমূল নারী নেত্রী নেটওর্য়াকের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন- নাগরিক অধিকারের ট্রেইনর অ্যাডভোকেট আলেয়া খাতুন, নাগরিক অধিকার দলের বদরগঞ্জ সভাপতি সিতুয়া দাস, নারী নেত্রী নেটওর্য়াকের জাহানারা বেগম, নাগরিক অধিকারের এরিয়া ম্যানেজার শিল্পি সিকদার, সহকারী এরিয়া ম্যানেজার মোজাহেদুল ইসলাম সরকার, ফিল্ড অর্গানাইজার আফরোজা খাতুন, সাংবাদিক ফারুক হোসেন নয়ন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা সেপ্টেম্বর ২৬, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ