ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লঞ্চের ক্যান্টিনে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
লঞ্চের ক্যান্টিনে র‌্যাবের অভিযান

বরিশাল: বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল সুন্দরবন-১১ লঞ্চের ক্যান্টিনে অভিযান চালিয়েছে র‌্যাব-৮-এর সদস্যরা।

ক্যান্টিনে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়। এরপর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।

অভিযানে ব্যবসায়ী আব্দুর রবকে (৪৫) আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আব্দুর রব শরীয়তপুরের নড়িয়া থানার ঘরিয়ার এলাকার আলী হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যান্টিনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুর রব পালানো চেষ্টা করেন। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ কর‍া হলে তিনি বাড়তি দামে পণ্য বিক্রি করার বিষয় স্বীকার করেন। পরে তাকে ঢাকাস্থ র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক আব্দুর রবকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময় ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএস/এএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।