ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৬৫১ প্রতিমার পূজা উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
৬৫১ প্রতিমার পূজা উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার

বাগেরহাট: বাগেরহাটে ৬৫১ প্রতিমার পূজা মণ্ডপে মহাষষ্ঠি পূজার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পরে সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির পূজা মণ্ডপে ষষ্ঠি পূজার আনুষ্ঠানিক উদ্বাধন করবেন তিনি।

পূজা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

এছাড়াও উপস্থিত থাকবেন- ঢাকা-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মেল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, ভারতীয় হাই কমিশনারের প্রথম সচিব রাজেশ উকে, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, খুলনা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদ বাগেরহাটের সভাপতি অমিত কুমার রায়, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ বাগেরহাটের সভাপতি শিব প্রসাদ ঘোষ।

বাগেরহাট শিকদারবাড়ী দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি দুলাল কৃষ্ণ শিকদার বাংলানিউজকে বলেন, ২০১০ সাল থেকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূজা উদযাপন করি। প্রতি বছরই কোনো কোনো বিখ্যাত লোক পূজা উদ্বোধন করেন। তার ধারাবাহিকতায় এবছর ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা মহাষষ্ঠি পূজা উদ্বোধন করবেন।

২০১০ সালে ৩০১টি প্রতিমা নিয়ে এই মণ্ডপে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। প্রতি বছরই বৃদ্ধি পেতে থাকে প্রতিমার সংখ্যা। এবছর বিভিন্ন দেবদেবীর ৬৫১টি প্রতিমা তৈরী করা হচ্ছে। যা দিয়ে সনাতন ধর্মীয় চার হাজার বছরের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।