ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় ২ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বাগাতিপাড়ায় ২ ছিনতাইকারী আটক

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইক ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এসময় ছিনতাইকারীর হামলায় তাইজুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় উপজেলার চড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ছিনতাইকারী হলেন- সদর উপজেলার কাফুরিয়া এলাকার বাসিন্দা হাসান (১৮) ও রাসেল (২০)।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক হাসান ও রাসেল ছিনতাইকারী চক্রের সদস্য। রাতে চকপাড়া এলাকায় যাওয়ার কথা বলে নাটোর শহর থেকে তারা একটি ইজিবাইক ভাড়া নেন। চকপাড়া এলাকায় পৌ‍ঁছালে চালককে অস্ত্রের মুখে নামিয়ে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালকের চিৎকারে টহলরত পুলিশ ও গ্রাম পুলিশসহ স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।