ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
আলমডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে জাহিদ (৩০) ও তারিক (৩২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন নামে আরো একজন আহত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলেশ্বপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার বলেশ্বরপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে ও তারিক একই গ্রামের কালু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল থেকে জাহিদ, তারিক ও শাহিন গ্রামের বিল পাহারা দিচ্ছিলেন। সন্ধ্যায় বলেশ্বরপুর গ্রামে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তারা তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান জাহিদ ও তারেককে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।