ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় প্রথম নারী ইউএনও’র যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বাগাতিপাড়ায় প্রথম নারী ইউএনও’র যোগদান

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাছরিন বানু যোগদান করেছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

পাবনা জেলার বাসিন্দা নাছরিন বানু এর আগে বড়াইগ্রাম উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই বছর কর্মরত ছিলেন।

৩০তম বিসিএসসের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে ২০১২ সালের ৩ জুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

৩১ আগস্ট ইউএনও লিয়াকত আলী স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ায় নবাগত ইউএনও নাছরিন বানু তার স্থলাভিষিক্ত হলেন। ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পাশের লালপুর ইউএনও নজরুল ইসলাম অতিরিক্ত দায়িত্বে এ পদে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।