ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীর পল্লীতে ভেজাল সার কারখানার সন্ধান, সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
নীলফামারীর পল্লীতে ভেজাল সার কারখানার সন্ধান, সার জব্দ

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়ায় অনুমোদনবিহীন ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে কৃষি অফিস।

সোমবার দুপুরে (২৫ সেপ্টেম্বর) সেখানে অভিযান চালিয়ে ১০ মেট্রিক টন সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামে দুই ব্যক্তি মাছের খাদ্য উৎপাদন করার জন্য ভাড়া নেন বাড়িটি।

কিন্তু সেখানে ডলোচুন ও মাটি দিয়ে ভেজাল সার তৈরি করা হচ্ছিলো। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। সে সময় প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুঁইয়ার নেতৃত্বে সেখানে উৎপাদিত দশ টন ভেজাল সার জব্দ করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

বাড়িটির মালিক তাহেরা বেগম জানান, বাড়িটি ভাড়া নিয়েছিলেন তারা। শহরের কালিতলায় তাদের একটি প্রতিষ্ঠান রয়েছে। অভিযানে উদ্ধার করা সার আইন অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।