ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাণীনগরে ৫ জুয়াড়িকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রাণীনগরে ৫ জুয়াড়িকে জরিমানা

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় ৫ জুয়াড়িকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব এ জরিমানা করেন।

জুয়াড়িরা হলেন- উপজেলার পারইল বিশিয়া গ্রামের মৃত ফারেস আলীর ছেলে জাকারিয়া খান (৫৪), হাফিজার রহমানের ছেলে আব্দুল লতিফ (৩৫), ময়েজ উদ্দিনের ছেলে কছিম উদ্দিন (৩৮), আব্দুছ ছামাদের ছেলে সোহেল রানা (৩৪) ও ছলিম উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৫২)।

ইউএনও সোনিয়া বিনতে তাবিব বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ পারইল বিশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad