ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বিআরটিএ’র অভিযান, আর্থিক জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সাভারে বিআরটিএ’র অভিযান, আর্থিক জরিমানা সাভারে বিআরটিএ’র অভিযান

সাভার (ঢাকা): সাভারে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকায় বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
 
অভিযান চলাকালীন ফিটনেসবিহীন ও ক্রুটিপূর্ণ বিভিন্ন যানবাহনকে আর্থিক জরিমানা করা হয়।


 
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেস, কাগজপত্রবিহীন ও ক্রুটিপূর্ণ যানবাহন চলাচল রোধে তাদের এ অভিযান। অভিযান আগামী দিনেও অব্যাহত রাখা হবে।
 
অভিযান চলাকালীন প্রায় অর্ধশতাধিক যানবাহনকে গাড়ির বৈধ কাগজপত্র না থাকা, ফিটনেস না থাকাসহ বিভিন্ন কারণে আর্থিক জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।