ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
মেহেরপুরে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

মেহেরপুর: মেহরপুর সীমান্ত এলাকা থেকে এক হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) সদস্যরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কাথুলি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সুবোদ কুমার পালের নেতৃত্বে একটি দল খাশমহল সীমান্তের ১৩৮/৭ এস-এর কাছ থেকে এসব ট্যাবলেট উদ্ধার করে।

সুবোদ কুমার পাল বাংলানিউজকে জানান, ভারতীয় চোরা চালানকারীরা কৃষক সেজে ঘাসের বস্তায় করে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিলো।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা এসব ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।